সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন নন–ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকেই সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন তারা। ভাতা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগানও দেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন: আইজিপি ও ডিএমপি কমিশনার পরিবর্তনে নানা গুঞ্জন
বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ের গেটে দেখা যায়—বিভিন্ন মন্ত্রণালয়ের শতাধিক নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী হ্যান্ডমাইক হাতে দাবির বিষয়গুলো তুলে ধরছেন এবং অন্যান্য কর্মীদেরও জড়ো হওয়ার আহ্বান জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গেটে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
মন্ত্রণালয়ের তৃতীয় তলায় জড়ো হওয়া কর্মচারীরা বলেন, “আমাদের দাবি মেনে জিও (সরকারি আদেশ) জারি না করা পর্যন্ত সচিব বা অর্থ উপদেষ্টা কেউ বের হতে পারবেন না। শুনেছি, সচিব বের হওয়ার চেষ্টা করছেন, কিন্তু দাবি মানা ছাড়া তাকে বের হতে দেওয়া হবে না—পুলিশ প্রটেকশন নিয়েও নয়।”
আরও পড়ুন: পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
আন্দোলনকারীরা আরও দাবি করেন, রেশন সুবিধা বাস্তবায়নের আশ্বাস আগেও দেওয়া হয়েছিল, কিন্তু তা পূরণ হয়নি। সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত মহার্ঘ্য ভাতাও কার্যকর হয়নি। নতুন পে-কমিশন গঠিত হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে অর্থ উপদেষ্টা জানিয়েছেন। এসব ক্ষোভ থেকেই আজকের অবরোধ কর্মসূচিতে তারা বাধ্য হয়েছেন।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে এই অবরোধ কর্মসূচি চলছে।





