হাদিকে গুলি করে ফয়সাল, মোটরসাইকেলের চালক ছিলেন আলমগীর: ডিএমপি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:১৫ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে চিহ্নিত করার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

চিহ্নিত দুজন হলেন— ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। রোববার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, “এই ঘটনার সময় ফয়সাল সরাসরি গুলি করেছে এবং আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন।”

আরও পড়ুন: সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

তিনি বলেন, চিহ্নিত দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে তারা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে, সে জন্য বিজিবি ও দেশের সকল বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার আরও জানান, “দেশের সীমান্ত দিয়ে মানুষ পারাপারে জড়িত এমন কয়েকজন ব্যক্তিকে আটক করে তথ্য নেওয়া হচ্ছে।” একই সঙ্গে ফয়সাল করিম মাসুদের পাসপোর্ট ইতোমধ্যে ‘ব্লক’ করা হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: আদালতে ফয়সালের স্ত্রীর জবানবন্দি, হত্যাচেষ্টা মামলায় নতুন তথ্য

তিনি বলেন, হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সম্মুখ সারির জুলাই যোদ্ধা এবং নির্বাচনে প্রার্থী হবেন— এমন ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।