হাদির মৃত্যুতে ধৈর্যের আহ্বান প্রধান উপদেষ্টার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকাহত দেশবাসীর প্রতি সংযম ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার এবং কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলার অনুরোধ জানান।
বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। তিনি বলেন, এই শোকের সময়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন: হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে জড়ো হচ্ছে ছাত্র-জনতা, মুখে উত্তপ্ত স্লোগান
ভাষণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “এই শোকাবহ মুহূর্তে আসুন আমরা শহীদ শরিফ ওসমান হাদির আদর্শ ও আত্মত্যাগকে আমাদের শক্তিতে রূপান্তর করি। ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো উসকানিমূলক সিদ্ধান্ত থেকে বিরত থাকি।”
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, যারা অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের ফাঁদে পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে।
আরও পড়ুন: হাদির মৃত্যুতে উত্তাল দেশ, পাহাড় থেকে সমতল জুড়ে বিক্ষোভ
প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই—ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ও ফ্যাসিস্ট সন্ত্রাসীদের প্রতিপক্ষ। তার কণ্ঠ রোধ করে বিপ্লবীদের ভয় দেখানোর যে চেষ্টা করা হয়েছে, তা সম্পূর্ণভাবে ব্যর্থ হবে।” তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো সম্ভব নয়।
ভাষণের শেষাংশে তিনি দেশবাসীকে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।





