কঠোর নিরাপত্তায় হাদির মরদেহ কবরস্থানে পৌঁছাল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থানে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কবরস্থানে প্রবেশ করে।
নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় শবযাত্রায় অংশ নেওয়া সাধারণ মানুষ ও সমর্থকদের কাউকেই কবরস্থানের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কেবল নির্ধারিত ব্যক্তিরাই দাফন কার্যক্রমে অংশ নিতে পারেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইল ইনকিলাব মঞ্চ
সরেজমিনে দেখা যায়, কবরস্থানের চারপাশে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, সোয়াট, ডিবি ও সাদা পোশাকধারী গোয়েন্দা সদস্যদের টহল ও তৎপরতা লক্ষ্য করা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, দাফনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছিল। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল, দাফন সামরিক মর্যাদায়
এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে লাখো মানুষের অংশগ্রহণ দেখা যায়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।





