পুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে আগুন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজার ব্রিজ সংলগ্ন হাজী টাওয়ার নামে ১৪ তলা একটি ভবনের ছয়তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, ভোরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে তারা। সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয় এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ৮টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সদরঘাট, সিদ্দিকবাজার ও সূত্রাপুর ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট একযোগে কাজ করে। আগুন লাগা ভবনটি মূলত বাণিজ্যিক হলেও উপরের তলাগুলোতে আবাসিক ইউনিট রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার সময় ভবনের ভেতরে থাকা ১৭ জনকে বিকল্প সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষতির বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।