রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বেড়েছে ২৫ হাজার কোটি টাকা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৪৮ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ২৫ হাজার ৫৯২ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, “ডলারের হিসেবে ব্যয় খুব বেশি বাড়েনি, তবে টাকার অঙ্কে এটি অনেক বেশি মনে হচ্ছে।”

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

তথ্য অনুযায়ী, ২০১৩ সালের অক্টোবরেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি স্থাপন করা হয়। ২০২১ সালের শুরুতে একটি ইউনিট উৎপাদনে আসার কথা থাকলেও মহামারির জটিলতা ও পরে ইউক্রেন যুদ্ধসহ অন্যান্য কারণে প্রকল্পের কাজ বিলম্বিত হয়। সংশোধিত অনুমোদনের সঙ্গে শেষ হওয়ার সময় ধরা হয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত।

মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা। প্রথম সংশোধিত ডিপিপিতে ২৫ হাজার ৫৯২ কোটি ৮৫ লাখ টাকা বাড়িয়ে মোট ব্যয় ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ কোটি ৭৬ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রায় ২২.৬৩ শতাংশ বৃদ্ধি। ব্যয় বৃদ্ধির পুরো অর্থ প্রকল্প ঋণ থেকে আসবে।

আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

এদিকে, একনেকে অনুমোদিত ২৫টি প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১০,৮৮১ কোটি ৪০ লাখ, বৈদেশিক ঋণের ৩২,০৯৮ কোটি এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ২,২৯১ কোটি টাকা ব্যয় হবে।