ঈশ্বরদী ইপিজেডে প্যাকেজিং কারখানা করবে চীনা কোম্পানি, চুক্তি সই

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ন, ১৩ মে ২০২৫ | আপডেট: ৩:৫৫ অপরাহ্ন, ১৩ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ২০২৪-২৫ অর্থবছরে ১৩ মে পর্যন্ত দেশি-বিদেশি ৩২টি প্রতিষ্ঠান থেকে মোট ৪৮০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ আকর্ষণ করেছে। এ বিনিয়োগ ইপিজেডসমূহ ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্পায়নের অগ্রযাত্রাকে আরও গতিশীল করেছে।

এই ধারাবাহিকতায় মঙ্গলবার  (১৩ মে ) চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেড-এর সঙ্গে বেপজা একটি লিজ চুক্তি স্বাক্ষর করে। ঢাকায় বেপজা কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি।

আরও পড়ুন: মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত: দগ্ধ শিক্ষার্থী জারিফের মৃত্যু, নিহত বেড়ে ৩৪

চুক্তি অনুযায়ী, কিংডাও ডংফ্যাং ঈশ্বরদী ইপিজেডে ৪৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ কারখানা স্থাপন করবে। এই কারখানায় বার্ষিক ৫২ লাখ ৫০ হাজার ডজন পলিব্যাগ, হ্যাং ট্যাগ ও পেপার ট্যাগ উৎপাদন হবে এবং প্রায় ২৪০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।

চুক্তিতে বেপজার পক্ষে স্বাক্ষর করেন সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোঃ আশরাফুল কবীর এবং কোম্পানির পক্ষে চেয়ারম্যান মি. সং সিলিং।

আরও পড়ুন: হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে' প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫'

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগ গন্তব্য হিসেবে ঈশ্বরদী ইপিজেডকে বেছে নেওয়ায় কিংডাও ডংফ্যাং-কে ধন্যবাদ জানান এবং সব বিনিয়োগকারীর জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বেপজার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি আরও বলেন, চীনা বিনিয়োগকারীরা যেন আরও বৈচিত্র্যময় খাতে বিনিয়োগ করেন, সে আহ্বান জানাচ্ছে বেপজা।

অনুষ্ঠানে বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।