টিকাদান সম্প্রসারণ ও জনসচেতনতা বৃদ্ধিতে স্টেট ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৩৮ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টিকাদান কার্যক্রম সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন টিকা প্রবর্তনের গুরুত্ব তুলে ধরতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্কলার্স লাউঞ্জ সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই সেমিনারের শিরোনাম ছিল— “বাংলাদেশে টিকাদান জোরদারকরণ: চ্যালেঞ্জ, সমাধান এবং নতুন টিকা প্রবর্তন – টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV)। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেশবরেণ্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ভ্যাকসিন অ্যালায়েন্স বাংলাদেশের চেয়ারম্যান ড. নিজাম উদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশের টিকাদান কর্মসূচির সাফল্য, বিদ্যমান চ্যালেঞ্জ এবং টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনের (TCV) প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন।

তিনি সামাজিক গণমাধ্যমে টিকা নিয়ে ছড়ানো গুজবে কান না দিতে এবং জনস্বাস্থ্য পেশাজীবীদের সক্রিয়ভাবে টিকাদান প্রচারে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আক্তার হোসেন খান। তিনি শিক্ষার্থীদের সামাজিক গণমাধ্যমে টিকা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুন: উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর এসডিএস'সহ এনজিও গুলোর দুর্নীতির মহোৎসব

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন, যিনি শিক্ষার্থীদের দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় “চেঞ্জ মেকার” হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস-এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মোহাম্মদ আফজালুর রহমান।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। এছাড়া স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস-এর শিক্ষক ও শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

আরও পড়ুন: ফর্টিফাইড রাইস উৎপাদনে মান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের লেকচারার তাসফিয়া নাহিয়ান হাফিজ, এবং সমন্বয় করেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টের লেকচারার ও কো-অর্ডিনেটর মো. আল্লামা ফয়সাল।