চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের দুই নেতা পুলিশের হাতে, সভাপতির আজীবন বহিষ্কার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৫ | আপডেট: ৯:০৫ পূর্বাহ্ন, ২৪ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেরপুর সদরের লছমনপুর ইউনিয়নে চাঁদাবাজি ও ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। একইসঙ্গে একজন নেতাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

আটকরা হলেন, লছমনপুর ইউনিয়নের বড় ঝাউয়েরচর এলাকার সবুজ আহাম্মেদ (৩৫) এবং কৃষ্ণপুর দড়িপাড়া এলাকার আল আমিন ইসলাম সাগর (২৬)। বুধবার রাতে কুসুমহাটি বাজারসংলগ্ন লছমনপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ।

আরও পড়ুন: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দেবেন তারেক রহমান

বিএনপি নেতাদের অভিযোগ, সবুজ ও সাগর দলের নাম ভাঙিয়ে স্থানীয় বাজার ও সরকারি অফিসে চাঁদাবাজি করছিলেন। বুধবার তারা বলায়েরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে লাঞ্ছিত করে, লছমনপুর ইউপি ভবনে তালা দেন এবং চেয়ারম্যানের মোটরসাইকেল ভাঙচুর করেন। এছাড়া কুসুমহাটি বাজারে ব্যবসায়ীদের কাছ থেকেও চাঁদা দাবি করা হয়।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দলীয় ভাবমূর্তি রক্ষায় এবং জনরোষ এড়াতে স্থানীয় বিএনপি ও ব্যবসায়ীদের সহযোগিতায় দুই নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

ঘটনার পরপরই লছমনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আল আমিন ইসলাম সাগরকে পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করে শেরপুর সদর উপজেলা ছাত্রদল। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ। তিনি জানান, এর আগে গত ১৭ জুলাই সাগরের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সভাপতির পদ স্থগিত করা হয়েছিল।

লছমনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী আলেয়া বেগম বাদী হয়ে সবুজ ও সাগরসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ বলেন, “বিএনপিতে চাঁদাবাজ ও অপকর্মকারীদের কোনো স্থান নেই। দলের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”