জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জরুরী: নজরুল ইসলাম

জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জরুরী বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান।
শনিবার (২ আগস্ট) সকালে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।
আরও পড়ুন: আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক
তিনি বলেন, ‘‘ ’২৪ এর গণঅভ্যুত্থানের বীর সেনাদের সবাইকে আমাদের ধারণ করতে হবে। এরাই রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের দীর্ঘদিনের আকাঙ্খা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে।”
‘‘ দুনীর্তি-অনাচার থেকে যদি আমরা জাতিকে রক্ষা করতে না পারি তাহলে আমাদের সকল অর্জন ব্যর্থ হয়ে যাবে। এজন্য অবশ্যই আমাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য প্রয়োজন। যে ঐক্য জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখবে বলে আমি বিশ্বাস করি।”
আরও পড়ুন: রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মী গ্রেফতার
শনিবার তেজগাঁওয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে ‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ও জুলাই চেতনা সমুন্নত রাখতে পারবে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার এই ছায়া সংসদ অনুষ্ঠিত হয়।
এতে বিতর্ক প্রতিযোগিতায় তেজগাঁও কলেজকে হারিয়ে জয় পায় ইডেন মহিলা কলেজ।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
নজরুল ইসলাম খান বলেন, ‘‘ বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য দলগুলোর মধ্যে দূরত্ব যতই থাকুক না কেন এরা কেউই অগণতান্ত্রিক দল নয়ৃ সবাই গণতান্ত্রিক দল।”
‘‘কাজেই নির্বাচনের ব্যাপারে কারো কোন বাধা আছে বলে আমি মনে করি না। নির্বাচনের প্রস্তুতি ও জনগণের আকাঙ্খা সবই নির্বাচনের পক্ষে আছে। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাই।”
বিএনপি নির্বাচিত হলে যুগপ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের দলের অঙ্গীকারের কথা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘‘ আমরা একটি জাতীয় সরকার বা ঐক্যমতের সরকার গঠন করব।”
‘‘ তবে সকলকে সর্তক থাকতে হবে যে, পতিত আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে।”
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারপারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘‘মুক্তিযুদ্ধের পর জুলাই আমাদের এক যুগান্তকারী দলিল। জুলাই যোদ্ধারা ইতিহাসের মহানায়ক হিসেবে স্থান করে নিয়েছে। জুলাই বিপ্লবের শহীদরা জাতীয় বীর হিসেবে আখ্যায়িত হয়ে থাকবে। জুলাই আমাদের ধর্ম-বর্ণ, রাজনীতির উর্ধ্বে উঠে ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের মানচিত্র থেকে জুলাই শহীদদের রক্তের দাগ কখনো মুছা যাবে না।”
‘‘ আমাদের সৎ, মেধাবী ও যোগ্যতার ভিত্তিতে মুল্যায়ন করে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে। বৈষম্য, অন্যায়-অনিয়ম ও দুনীর্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের আগমন ঘটতে না পারে।”