কাবিনে যেহেতু স্বাক্ষর করেছেন, সংসারও করতে হবে: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্যসংগঠক হাসনাত আবদুল্লাহ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছন, অনেকে জুলাই সনদে স্বাক্ষর করেছেন,স্বাক্ষর করা পরে আজকে আবার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়েই যদি করবানা, তাহলে কাবিনে কেন সিগনেচার করলা। সংসার যদি নাহি করবা তাহলে কবুল কেন বললা। কবুল যেহেতু বলেছেন, কাবিনে সিগনেচার যেহেতু করেছেন, আপনাদের সংসারও করতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা লাকসামে আয়োজিত একটি পথ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: জাপা-জেপির নেতৃত্বে ১৬ দলের রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ সোমবার
তিনি বলেন, আমরা এমন নির্বাচন চাই যে নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও, এসআই রেফারির ভূমিকা পালন করবে। কিন্তু বিগত সময়ে দেখেছি তারাই খেলোয়াড়ের ভূমিকায় ছিল। এখন আবার একটি মহল তাদেরকে খেলোয়াড়ের ভূমিকায় আনতে চায়। এনসিপি তা কখনো হতে দিবে না। একটি মহল পুলিশকে আবারও জনগনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। তারা সচিবালয়ে বসে ডিসি এসপি নিয়ে ভাগাভাগি করছে। বৃহৎ রাজনৈতিক দলগুলো যদি রুটি ভাগাভাগির মতো করে ক্ষমতা ভাগাভাগির কোনো পাতানো নির্বাচনের দিকে যায়, তাহলে আমরা তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি নির্বাচন চাই। যে নির্বাচনে জনগণ যদি এনসিপিকে না চায়, তাহলে এনসিপি ক্ষমতায় আসবে না। আমরা জনগণের রায় মেনে নেব।’
আরও পড়ুন: ধানের শীষ প্রতীক সনাতন ধর্মাবলম্বীদের ভাগ্যোন্নয়নের নিশ্চয়তা দিতে পারে: শাহ রিয়াজুল হান্নান
তিনি এর আগে লাকসাম উপজেলা নাগরিক পার্টি এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন ও বিভিন্ন সড়কের এনসিপির লিফলেট বিতরণ করেন।





