নির্বাচন-গণভোট একই দিনে: প্রত্যাহারের দাবি জামায়াতসহ ৮ দলের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৩ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই জাতীয় সনদ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জামায়াতে ইসলামীসহ সমমনা আট রাজনৈতিক দল। তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করে তারা এর প্রত্যাহার দাবি করেছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচন ও গণভোট একই সঙ্গে আয়োজনের ঘোষণা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। তার দাবি, প্রধান উপদেষ্টার তুলে ধরা যুক্তি—ব্যয় সাশ্রয় এবং সাংগঠনিক জটিলতা—বেশিরভাগ দিক থেকেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

তিনি বলেন, গণভোট আগে হলে জনগণের মতামত স্পষ্ট হয়ে যাবে, এরপর নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার সেই রায়ের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে—এটাই গণতান্ত্রিক পদ্ধতি হওয়া উচিত।

তাহের আরও জানান, প্রধান উপদেষ্টার বক্তব্যে কিছু ইতিবাচক দিক থাকলেও নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন জনমতের শুদ্ধ প্রকাশে বাধা সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

সমমনা দলগুলো জানায়, বিষয়টি নিয়ে শুক্রবার বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে।