খালেদা জিয়ার জন্য ভুটানের প্রধানমন্ত্রীর ফুলের তোড়া

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:০৪ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

রোববার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের এক প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে শেরিং তোবগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মঙ্গল কামনা করে তাঁর উদ্দেশে শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়া পাঠান।

আরও পড়ুন: লন্ডনে উন্নত চিকিৎসায় নিতে খালেদা জিয়ার যাত্রা আবারও স্থগিত

ভুটানের প্রধানমন্ত্রীর পাঠানো ওই ফুলের তোড়াটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গিয়ে বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছে দেন।

দলীয় সূত্র জানায়, এটি ছিল ভুটানের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সৌজন্য ও শুভেচ্ছা প্রদর্শনের একটি পদক্ষেপ, যা রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি করেছে।

আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা

প্রসঙ্গত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে সম্প্রতি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তাঁর নিয়মিত নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানা গেছে।