গণতন্ত্র মানে এই নয় যে, যা ইচ্ছে বলবো: মঈন খান

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:০৯ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে। স্বাধীনতা মানে নিজের মত প্রকাশ করা। আর গণতন্ত্র মানে হচ্ছে যাই বলি না কেন, তার জবাবদিহিতাই গণতন্ত্র। গণতন্ত্র মানে এই নয় যে, আমি যা ইচ্ছে বলবো। এই দুটিকে সমন্বয় করে চলতে হবে।

সোমবার দিনব্যাপী পলাশ উপজেলার জিনারদী বাজার, কুড়াইতলী, সানের বাড়ী এবং ঘোড়াশাল পৌরসভা ১, ২, ৩ নং ওয়ার্ডে ধানের শীষের ভোট চেয়ে বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

মঈন খান বলেন, আগের একটি দল ধন-দৌলত আহরণ করে রাজনীতি করতো। শতশত কোটি টাকা লোপাট করেছে। এটি রাজনীতি নয়, এটির নাম লুন্ঠন।

তিনি বলেন, আমরা শহীদ জিয়ার সততার রাজনীতি করি, প্রয়াত খালেদা জিয়ার আপোষহীন আদর্শে বিশ্বাস করি এবং তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল থেকে দেশকে জাগিয়ে তোলার রাজনীতি করি। একারণেই আমি আপনাদের দোয়ার জন্য আসছি।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ড. মঈন খান বলেন, ১২ ফেব্রুয়ারি আমরা যেনো সবাই পরিবারের বোন, কন্যা, স্ত্রী, মা এবং ভাবীদের কেন্দ্রে ভোট দিতে পাঠাই। সেদিন মা-বোনদের সকালে কোনো কাজ রাখবেন না। তারা যেনো ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়।