খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৬ পূর্বাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে শেহবাজ শরীফ জানান, খালেদা জিয়ার অসুস্থতার সংবাদ তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি লেখেন,

আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা

আপনার সাম্প্রতিক শারীরিক জটিলতার খবর শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। পাকিস্তান সরকার, দেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশের অগ্রগতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় খালেদা জিয়ার অবদান জাতির কাছে অনন্য এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকা বিশেষভাবে স্মরণযোগ্য।

আরও পড়ুন: এনসিপি নেতা হান্নান মাসউদের বিয়ে, কনে ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী

চিঠিতে তিনি খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে বলেন, সর্বশক্তিমান আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুন, যেন আপনি আবারও আপনার দল ও দেশের মানুষের জন্য অনুপ্রেরণা ও নেতৃত্ব প্রদান করতে পারেন।

শেহবাজ শরীফ তাঁর চিঠিতে খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন।