খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানালো ডা. জাহিদ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:২৫ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়া গত ২৭ নভেম্বর থেকে হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন। তিনি বলেন, তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে পারছেন, নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন এবং আমরা আশাবাদী এগুলো তার সুস্থতার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও উল্লেখ করেন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এদিকে, খালেদা জিয়া হাসপাতালে ভর্তি থাকায় এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের প্রধান ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়। নির্বিঘ্ন চিকিৎসা পরিবেশ নিশ্চিত করতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে, এবং অপ্রয়োজনীয় ভিড় এড়াতে সাধারণ মানুষকে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগীদের স্বাভাবিক চলাচল বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং আশপাশে জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।