জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি, সভাপতিত্বে তারেক রহমান
ছবিঃ সংগৃহীত
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি জরুরি বৈঠকে বসেছে। সোমবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকের সভাপতিত্ব করছেন।
দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়টি বৈঠকের কেন্দ্রীয় আলোচ্য হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বর্তমানে ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের পরবর্তী করণীয় নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।





