অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সাদিক কায়েম, হাসনাত আবদুল্লাহ'রা
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক রূপান্তর ও জুলাইয়ের গণ–অভ্যুত্থান নিয়ে আয়োজিত বিশেষ প্যানেল আলোচনায় অংশ নিতে যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড ইউনিয়ন তিন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রণপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম।
অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মোওসা হাররাজের স্বাক্ষরযুক্ত আমন্ত্রণপত্রটি তিনজনের কাছে পাঠানো হয় ৫ নভেম্বর। চিঠিতে তাঁদেরকে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ বিষয়ক বিশেষ অনুষ্ঠানের প্যানেল বক্তা হিসেবে যুক্তরাজ্যে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানটি অক্সফোর্ড বাংলা সোসাইটির সহযোগিতায় আয়োজিত হবে।
আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা
আমন্ত্রণপত্রে আরও উল্লেখ করা হয়, ২৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে ভিসা প্রদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। পুরো সফরকে এক purely academic engagement হিসেবে বর্ণনা করে তাতে বলা হয়—অতিথিরা অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দেবেন, ছাত্র–শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন এবং গণতান্ত্রিক উত্তরণ, জবাবদিহি ও নাগরিক নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেবেন। নির্ধারিত কাজ সম্পন্ন করে তাঁদের বাংলাদেশে ফিরে আসার বিষয়টিও চিঠিতে স্পষ্ট করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, “চিঠি আমরা নভেম্বরে পেয়েছি। ভিসা–সংক্রান্ত কিছু প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় ইভেন্টের সময়সূচি জানুয়ারিতে সরিয়ে নেওয়া হয়েছে।”
আরও পড়ুন: এনসিপি নেতা হান্নান মাসউদের বিয়ে, কনে ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী
হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েম দুজনেই আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সফরের নির্দিষ্ট তারিখ সম্পর্কে তাঁরা কিছু জানাননি।





