ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি: জামায়াত আমির

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪৩ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনও বিদায় নেয়নি। আমরা পরিষ্কার বলতে চাই, ফ্যাসিবাদ কালো হোক বা লাল, কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে আর বরদাশত করা হবে না, ইনশাআল্লাহ।"

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের লালদিঘি মাঠে আন্দোলনরত ৮ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদের ভাষায় কথা বলে বা ফ্যাসিবাদীদের মতো আচরণ করে, তারা কোনো পথ খুঁজে পাবে না। দেশের তরুণ, ছাত্র-জনতা এবং মেহনতি মানুষ আর ফ্যাসিবাদকে সহ্য করবে না।

আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা কোনো বিশেষ দলের জয় চাই না, ৮ দলেরও নয়। আমরা চাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার জয়। সেই জয় কোরআনের আইনের মাধ্যমে অর্জিত হবে, ইনশাআল্লাহ। তিনি বিগত সময়ে ফ্যাসিবাদের সময়ে দেশের দুর্নীতি, হত্যাকাণ্ড ও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেন এবং বলেন, ক্ষমতায় আসার পর এই ফ্যাসিবাদী শক্তিরা পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছিলেন।

সমাবেশে ৮ দলের ঘোষিত পাঁচ দফা দাবি তুলে ধরা হয়—

আরও পড়ুন: এনসিপি নেতা হান্নান মাসউদের বিয়ে, কনে ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী

  • জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন।
  • জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু।
  • অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করা।
  • বিগত সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার।
  • স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সমাবেশে বক্তব্য দেন নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ৮ দলের শীর্ষ নেতারা।