হাদির মাথার ভেতরে গুলি, সার্জারি চলছে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪৮ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাথায় গুলি নিয়ে সার্জারির অধীনে রয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাদির মাথার ভেতরে গুলি আটকে আছে এবং বর্তমানে অপারেশন থিয়েটারে তার সার্জারি চলছে।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত। আড়াইটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় হাদিকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ বলেন, “ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে কোমায় আছেন।”

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

গত নভেম্বর মাসে দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন হাদি। ১৪ নভেম্বর দেওয়া এক পোস্টে তিনি লেখেন, তাকে হত্যা, বাসায় অগ্নিসংযোগ এবং পরিবারের সদস্যদের ওপর নির্মম হামলার হুমকি দেওয়া হয়েছে।

হাদির অভিযোগ অনুযায়ী, অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে হুমকির বার্তা ও কল আসে। তিনি দাবি করেন, “তারা আমাকে সর্বক্ষণ নজরদারিতে রেখেছে; আমাকে ও আমার পরিবারকে ক্ষতির হুমকি দিচ্ছে।”

ঘটনার পর রাজধানীর রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হামলাকারীদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে।