ওসমান হাদির ওপর হামলা: সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেপ্তারে কাজ করছে ডিএমপি
রাজধানীর বিজয়নগরে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় হামলাকারীদের শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, “ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
আরও পড়ুন: এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদিকে দেখতে গেলেন তিন উপদেষ্টা রাজধানীর এভারকেয়ার
এর আগে ডিএমপি থেকে নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়—হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ পুলিশকে অবহিত করতে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত খুব কাছ থেকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন: ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় তিন দলীয় জোটের তীব্র নিন্দা
ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ শুরু করে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও স্থানে অভিযান চালাচ্ছে।
ডিএমপি বিজ্ঞপ্তিতে এই হামলাকে “ন্যক্কারজনক ও কাপুরুষোচিত” উল্লেখ করে তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে জানানো হয়, সাম্প্রতিক সময়ে সংঘটিত অন্যান্য চাঞ্চল্যকর ঘটনার মতো এই ঘটনার সঙ্গেও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে পুলিশ আশাবাদী।
উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশাযোগে যাওয়ার সময় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
ডিএমপি জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।





