হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক, ন্যায়বিচারের দাবি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৭ পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই শোকবার্তা জানান।

তারেক রহমান লেখেন, শরিফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ড তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, এই অকাল ও নির্মম মৃত্যু আবারও প্রমাণ করে দেয়—রাজনৈতিক সহিংসতা সমাজ ও রাষ্ট্রের জন্য কত ভয়াবহ মানবিক ক্ষতি ডেকে আনে।

আরও পড়ুন: হাদির হত্যাকারীরা ভারতে থাকলে সম্পর্ক থাকা উচিত নয়: নাহিদ ইসলাম

পোস্টে তারেক রহমান উল্লেখ করেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী ও নির্ভীক কণ্ঠস্বর, যিনি সব সময় অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি মরহুমের পরিবার, স্বজন এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন: ওসমান হাদি আর নেই

তারেক রহমান আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যেন আর কোনো সহিংস ঘটনা বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে।

উল্লেখ্য, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।