বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শন
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী গতকাল (১৭ ডিসেম্বর) মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। তিনি সকালে চট্টগ্রাম থেকে মহেশখালীর মাতারবাড়ী যান। এ সময় সঙ্গে ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, বন্দর সদস্যগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে তিনি মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র বন্দর, ডকইয়ার্ড পোর্ট এক্সেস রোডের এলিভেটেড অংশসহ অন্যান্য প্রকল্প পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের শেষে তিনি প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি নিয়ে প্রকল্প পরিচালক, এমডি সিপিজিসিবিএল, কক্সবাজার জেলা প্রশাসকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
আরও পড়ুন: সেন্টমার্টিনে মাছধরার বোটসহ আটক-১৬
বিকালে তিনি চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং চবক বোর্ডরুমে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় চট্টগ্রাম বন্দরের বিদ্যমান সমস্যা নিরসনের লক্ষ্যে আলোচনা হয়। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহকে বন্দরের কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত লেটার অব এপ্রিসিয়েশন হস্তান্তর করা হয়।





