প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩০ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জাজনক। রোববার (২১ ডিসেম্বর) হোটেল রেডিসন ব্লুতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “প্রথম আলো, ডেইলি স্টার জ্বালিয়ে পুড়ানো হয়েছে, সারাবিশ্ব এই দৃশ্য দেখেছে। এটা শুধু দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করা যাবে না।”

সালাহউদ্দিন দাবি করেন, হামলার বিষয়ে সরকারের কাছে আগেই ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, কিন্তু তা কার্যকরভাবে নেয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও সাড়া দিতে বিলম্ব হয়েছে। তিনি বলেন, “কাদের হাতে আমরা এই রাষ্ট্রব্যবস্থা দেব, তা নিয়েও প্রশ্ন রয়েছে। নিরপেক্ষ নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ।”

আরও পড়ুন: বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

তিনি আরও জানান, কিছুদিন ধরে গণমাধ্যমকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে, যেখানে কিছু স্থাপনায় মদতও দেওয়া হয়েছে। তাই সরকারের দুর্বলতা স্পষ্ট। তিনি সব ধরনের হামলা কঠোরভাবে দমন করার আহ্বান জানান।

গণতন্ত্র প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, দেশের জনগণ পূর্ণ গণতন্ত্র চায় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে গণতন্ত্রকে রক্ষার দায়িত্ব সব সময় রাখতে হবে। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, দেশের স্বার্থের ভিত্তিতে সবসময় দেশের পক্ষেই থাকুন।

আরও পড়ুন: মির্জা আব্বাসের সতর্কবার্তা: জনগণকে জিম্মি করার ষড়যন্ত্র চলছে

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রকে শক্তিশালী করার এক সুযোগ। দীর্ঘ ১৮ বছর নির্বাসিত থাকার পর তার প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে আরও দৃঢ় করার চেষ্টা করা হবে।