খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি, মেডিকেলে ভর্তি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।
আরও পড়ুন: ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিলেন আসিফ মাহমুদ
পোস্টে তিনি জানান, মোতালেব শিকদার মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: কারাগারে রিমান্ড প্রক্রিয়ার সময় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু





