তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩০ পূর্বাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় উপস্থিত হওয়ায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এক বিবৃতিতে তিনি বলেন, বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মাতা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আবেগঘন ও স্মরণীয়।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

তারেক রহমান জানান, জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

তিনি বলেন, এই কঠিন সময়ে দেশবাসীসহ যারা দূর-দূরান্ত থেকে জানাজায় শরিক হয়েছেন, তাদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তারেক রহমানের এই কৃতজ্ঞতার বার্তা গণমাধ্যমে জানানো হয়।