ফাতেমা এখন জাইমা রহমানের ছায়াসঙ্গী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০৪ অপরাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তার দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতেমা বেগম হয়ে উঠেছেন শূন্যতার নীরব সাক্ষী। দাফনের মুহূর্ত থেকে শুরু করে শেষ বিদায় পর্যন্ত তিনি ছিলেন নেত্রীর পাশে—এক মুহূর্তের জন্যও ছায়ার মতো সরে যাননি। এখন খালেদা জিয়ার পরিবারের আস্থা ও ভরসার জায়গা হিসেবে ফাতেমা বেগম যুক্ত হয়েছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমানের সঙ্গী হিসেবে।

দীর্ঘ প্রায় দেড় দশক ধরে ফাতেমা বেগম ছিলেন খালেদা জিয়ার জীবনের অবিচ্ছেদ্য অংশ। গুলশানের ‘ফিরোজা’ বাসভবন থেকে শুরু করে রাজনৈতিক আন্দোলনের উত্তাল সময়, কারাবাসের নিঃসঙ্গ দিন কিংবা বিদেশ সফরের নীরব করিডোর—সবখানেই নিঃশব্দ উপস্থিতিতে তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। শারীরিক অসুস্থতায় নেত্রীর হাত ধরে রাখা, সময়মতো ওষুধ খাওয়ানো কিংবা প্রয়োজনীয় বিষয় মনে করিয়ে দেওয়া—এসব দায়িত্ব ছিল তার মানবিক সম্পর্কের অংশ।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

ফাতেমার জীবন সংগ্রামও কম কঠিন ছিল না। ভোলার কাচিয়া ইউনিয়নের একটি কৃষক পরিবারে জন্ম নেওয়া ফাতেমা স্বামী মৃত্যুর পর দুই সন্তান নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হন। জীবিকার তাগিদে ২০০৯ সালে ঢাকায় এসে খালেদা জিয়ার বাসভবনে কাজ শুরু করেন। তার নিষ্ঠা ও অনুগত সেবাই তাকে দ্রুত নেত্রীর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সঙ্গীতে পরিণত করে।

২০১৩ সালের তত্ত্বাবধায়ক সরকারবিরোধী আন্দোলন, ২০১৫ সালের দীর্ঘ অবস্থান কর্মসূচি এবং ২০১৮ সালের কারাগার জীবনে ফাতেমা ছিলেন নীরব সহযাত্রী। করোনা মহামারির সময় হাসপাতালে খালেদা জিয়ার পাশে থাকা থেকে শুরু করে সর্বশেষ লন্ডনের চিকিৎসা সফর—সব ক্ষেত্রেই তার উপস্থিতি ছিল নিঃস্বার্থ মানবিক বন্ধনের প্রতিফলন।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

খালেদা জিয়ার সঙ্গে ফাতেমার সম্পর্কের গভীরতা রাজনৈতিক প্রতিপক্ষের কটাক্ষেও উঠে আসে। এক সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য—“কারাগারেও খালেদা জিয়ার ফাতেমাকে লাগবে”—এই সম্পর্কের গুরুত্বই নির্দেশ করে। রাজনৈতিক উত্থান-পতন ও বৈশ্বিক সংকটের মধ্যেও ফাতেমা ছিলেন এক অবিচ্ছিন্ন ছায়া, যার কোনো রাজনৈতিক পদ বা পরিচয় না থাকলেও ইতিহাসে তার ভূমিকা অনস্বীকার্য।

এখন প্রিয় নেত্রীকে হারিয়ে ফাতেমা বেগম শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও মানসিকভাবে গভীর শোকে আচ্ছন্ন। তার দৈনন্দিন জীবন ও দায়িত্ব নতুনভাবে জড়িয়ে গেছে জাইমা রহমানকে ঘিরে—একটি সম্পর্ক, যা আস্থা, দায়িত্ব ও মানবিক বন্ধনের ধারাবাহিকতা বহন করে চলেছে।