নির্বাচনে বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইইউ: নজরুল ইসলাম খান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ন, ০৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:০২ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বড় সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

নজরুল ইসলাম খান বলেন, “ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা বড় একটি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। ইইউর প্রতিনিধি দলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছিলেন। নির্বাচনের পরে বাংলাদেশের উন্নয়ন, নির্বাচন প্রক্রিয়া এবং বিএনপির ভূমিকা সম্পর্কেও তারা জানতে চেয়েছেন।”

তিনি আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে বলেছেন, আসন্ন নির্বাচন দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবিটা বিএনপিরই। দেশের মানুষ দীর্ঘদিন ধরে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। তারা অধীর আগ্রহে ভোট দিতে চাইছেন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তাদের ইচ্ছা প্রকাশ করতে পারবে। বিএনপি নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং এর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে।”

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

নজরুল ইসলাম খান বলেন, “ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের উন্নয়নে অবদান ও সহযোগিতার জন্য দলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। আশা করা হচ্ছে, ভবিষ্যতে তারা আরও বেশি সহযোগিতা বাড়াবে।”