বিগত সরকারের শেষ সময়ে ১৮ মাস জেলে ছিলেন মুছাব্বির
রাজধানীর কারওয়ান স্টার হোটেলের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির। এ ঘটনায় আরও একজন আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনা ঘটেছে ফার্মগেটে।
আজিজুর রহমান মুছাব্বির বিগত সরকারের শেষ সময়ে একটানা ১৮ মাস জেলে খেটেছেন। তার এক সতীর্থ স্মৃতিচারণ করে বলেন, “২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টন পার্টি অফিসে হামলায় আমাদের এক সহযোদ্ধা গুলিবিদ্ধ হন। পরেরদিন তার চিকিৎসা করাতে গিয়ে, আমাকে এবং আজিজুর রহমান মুছাব্বিরকে উত্তরা মেডিক্যাল কলেজ থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তিনি ১৮ মাস জেল খাটেন এবং সাধারণ সম্পাদক পদও হারান।”
আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল
সতীর্থর মতে, এত নির্যাতন-নিপীড়নের পরও আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে, যা পুরো সংগঠনের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি বলেন, “এখন মনে হয়, আমরা সবাই সন্ত্রাসীদের টার্গেটে আছি।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনায় দ্রুত তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান





