স্বামী ওসমান হাদির হত্যার বিচার চাইলেন রাবেয়া ইসলাম শম্পা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:১৯ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্বৃত্তের গুলিতে নিহত শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা রাষ্ট্রের কাছে আবারও স্বামীর হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “রাষ্ট্রের কাছে আমি এবং আমার সন্তানের একমাত্র দাবি—আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার।”

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

তিনি আরও উল্লেখ করেন, “জাগতিক সব চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে ওসমান হাদি হত্যার ন্যায়বিচার পাওয়া জরুরি।”

হাদি হত্যার ঘটনা নিয়ে তদন্তের অগ্রগতি এবং বিচার প্রক্রিয়া যেন দ্রুত সম্পন্ন হয়—এমন প্রত্যাশা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান