নির্বাচনে অংশ নেবে কিনা ভাবছে এনসিপি: আসিফ মাহমুদ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:২৬ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে কিনা তা পুনর্বিবেচনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, “রাজনৈতিক দল ও জনগণের আস্থা অর্জনের দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের। কিন্তু বর্তমান কমিশন সেই আস্থা ধরে রাখতে পারেনি।”

তিনি আরও বলেন, “এ নির্বাচন কমিশনের প্রতি আমাদের বিশ্বাস নষ্ট হয়েছে। ফলে নির্বাচনে অংশ নেব কি না—সে বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারছি না। বিষয়টি গভীরভাবে বিবেচনা করছি।”

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

এনসিপির এই নেতা অভিযোগ করেন, দ্বৈত নাগরিকত্বধারী, ঋণখেলাপি বা ঋণখেলাপির গ্যারান্টারদের অনেককেই প্রার্থিতা যাচাই-বাছাই প্রক্রিয়ায় ছাড় দেওয়া হয়েছে। “বিভিন্ন সূত্রে আমরা এ তথ্য পেয়েছি,” বলেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, যদি বর্তমান ধারা অব্যাহত থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা নির্বাচন কমিশনের পক্ষে কঠিন হয়ে পড়বে।