প্রথম নির্বাচনি জনসভা মঞ্চে তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম উদ্বোধন করা হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে মঞ্চে উঠেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল
জনসভাকে ঘিরে বুধবার রাত থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই সামিয়ানা ও ত্রিপলের নিচে রাত কাটান। বৃহস্পতিবার সকাল থেকে সিলেট মহানগরসহ বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভাস্থলে যোগ দিতে থাকেন।
সকাল সাড়ে আটটার দিকে বিএনপির জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন সভাস্থল।
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে এটিই বিএনপির প্রথম আনুষ্ঠানিক নির্বাচনি জনসভা।





