ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৫৯ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার  আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যে মানুষগুলো গত ১৬-১৭ বছর প্রতিবাদ করেছে, তাদের প্রতিবাদ ছিল বাংলাদেশের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে। এই অধিকার ফিরিয়ে আনতে হলে ১২ ফেব্রুয়ারি সকলকে সোচ্চার হতে হবে।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

তিনি আরও বলেন, ১২ তারিখে যদি ভোট দিয়ে ধানের শীষে সিল মারা যায়, তাহলে সেই স্বৈরাচাররা আপনার অধিকার কেড়ে নেওয়ার জবাব পাবে। আমরা সবসময় বাংলাদেশের নাগরিককে মানুষের দৃষ্টিতে দেখি; ধর্ম বা জাত-পাত নয়। মানুষকে মানুষের মতো মূল্যায়ন করতে হবে।

সমাবেশের সূচনা ও প্রার্থীদের পরিচয়

আরও পড়ুন: তারেক রহমানের জন্য ঢাকায় ভোট চাইলেন কোকোর স্ত্রী শর্মিলা

বেলা ৩টায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। তারেক রহমান বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে সাড়ে তিনটায় পৌঁছান।

সমাবেশে সিরাজগঞ্জ ও পাবনার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি উপস্থিতদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এতে উল্লেখযোগ্য ছিলেন: ইকবাল হাসান মাহমুদ টুকু, আমিরুল ইসলাম খান আলীম, এম আকবর আলী, এম এ মুহিত, আইনুল হক, সেলিম রেজা, হাবিবুর রহমান হাবিব, শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাসান জাফির তুহিন ও ভিপি সামসুল ইসলাম।

দেশের উন্নয়ন ও বেকার সমস্যা সমাধান

তারেক রহমান সমাবেশে বলেন, দেশ গড়তে সকলকে একসাথে কাজ করতে হবে। সিরাজগঞ্জ ও পাবনাসহ সারাদেশে নতুন শিল্প পার্ক স্থাপন, কৃষি নির্ভর শিল্প গড়ে তোলা, তাঁত শিল্প পুনরুজ্জীবন ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে বেকার সমস্যা সমাধান করা হবে।

তিনি বিজয়ী বিএনপি সরকারের প্রস্তাবিত ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে নারী ও কৃষকদের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

সমাবেশে নেতৃত্ব ও উপস্থিতি

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি রুমানা মাহমুদ। সাধারণ সম্পাদক সাইদুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ও সিরাজগঞ্জ-পাবনার ধানের শীষ প্রার্থীরা।

উত্তরাঞ্চল প্রচারণার দুইদিনে তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া ও রংপুরে চারটি সমাবেশ করেন। সমাবেশ শেষে তিনি টাঙ্গাইলের নির্বাচনী সমাবেশে অংশগ্রহণের জন্য সরে যান।