৯ মাস বন্ধ থাকবে সেন্ট মার্টিন, ব্যবসায়ী-শ্রমজীবীদের উদ্বেগ
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত টানা ৯ মাসের জন্য বন্ধ থাকবে। এই সিদ্ধান্তে দ্বীপের পর্যটননির্ভর ব্যবসায়ী, শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) চলতি মৌসুমের শেষদিনে শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ দ্বীপে যাতায়াত করছে। নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না।
আরও পড়ুন: শ্যামপুরে ৩৯ শতাংশ জমি জালিয়াতির অভিযোগ
প্রতিবছর সাধারণত ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে। তবে এবার সময়সীমা নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সীমিত করা হয়েছে। চলতি মৌসুমে প্রতিদিন গড়ে দুই হাজার পর্যটক, মোট প্রায় ১ লাখ ২০ হাজার পর্যটক দ্বীপে ভ্রমণ করেছেন।
সেন্ট মার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহমান বলেন, অধিকাংশ ব্যবসায়ী এই সময়ে লোকসান করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, দ্বীপের প্রায় সব মানুষ পর্যটন খাতের সঙ্গে যুক্ত হওয়ায় হঠাৎ যাতায়াত বন্ধ হওয়ার ফলে সবাই হতাশ।
আরও পড়ুন: লায়ন্স ক্লাব অব লঙ্গন ভ্যালির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
স্থানীয় ব্যবসায়ীরা মানবিক বিবেচনায় অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত বা আরও চার মাস পর্যটন চালু রাখার দাবি জানিয়েছেন।





