কিশোরগঞ্জের প্রখ্যাত আলেম আনোয়ার শাহর মৃত্যুবার্ষিকী আজ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:২৩ পূর্বাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশবরেণ্য আলেম কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ও আল-জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহর আজ ৫ম মৃত্যু বার্ষিকী।   

বড় হুজুরখ্যাত স্বনামধন্য ও দেশবরেণ্য আনোয়ার শাহর চমৎকার তিলাওয়াত, শুদ্ধ বাংলা ও সাবলীল আলোচনায় মুগ্ধ হতেন দেশের লাখ লাখ  ধর্মপ্রাণ মুসুল্লি । প্রতি শুক্রবার জুম্মার নামাজে শহীদী মসজিদ ১২টার আগেই কানায় কানায় ভরে যেত। উনার বয়ান শোনা ও জুম্মার নামাজ আদায়ের জন্য হাজার মিসুল্লি ভীর করতো। কোনো কোনে জুম্মায় মসজিদ,সড়কে উপচে পড়া নামাজিদের ভীর সামাল দিতে পুলিশকে বিশেষ ভূমিকা পালন করতে হতো। দেশে-বিদেশে রয়েছে তাঁর অসংখ্য ছাত্র ও ভক্ত। তিনি ছিলেন আলেমকুলের অন্যতম শিরোমণি। আল্লাহ তাল্লা তাকে জান্নাতের উঁচু মোকাম দান করুন। আমীন।।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩