দেশে আজ এক চরম ক্রান্তিকাল চলছে: রেজাউল করিম

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩১ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে আজ এক চরম ক্রান্তিকাল চলছে। সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। দুর্নীতি ও দুঃশাসনে জাতি আজ অতিষ্ঠ।

আমরা যখন এক বাক্স এক নীতিতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি, কিন্তু জামায়াত সে নীতি থেকে সরে গিয়েছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

তিনি বলেন, শোষণমুক্ত সমাজ গড়তে ও ইসলামকে উপরে তুলে ধরতে আমরা একাই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।

শুক্রবার (৩০ জানুয়ারী) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী শাখা আয়োজিত সদর উপজেলার পুলিশ লাইন্স এলাকায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: তারেক রহমানের জন্য ঢাকায় ভোট চাইলেন কোকোর স্ত্রী শর্মিলা

তিনি আরও বলেন, একটি শোষণমুক্ত, ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে পবিত্র কুরআন-সুন্নাহর শাসনের কোনো বিকল্প নেই। ইসলামী আন্দোলন ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। আমরা নির্বাচিত হলে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং সকল প্রকার জুলুমের অবসান ঘটানো হবে। তাই আগামী নির্বাচনে ইসলামের পক্ষে এবং ন্যায়ের পক্ষে হাতপাখা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। 

নরসিংদী-১ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় আরও বক্তব্য রাখেন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের প্রার্থী মাওলানা ওয়াজেদ হোসেন ভূঁইয়া, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের প্রার্থী মাওলানা ছাইফুল্লাহ প্রধান এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের প্রার্থী হাফেজ মাওলানা বদরুজ্জামান সহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা। সভা শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।