শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ
আওয়ামী ফ্যাসিস্ট ও ভূমিদস্যুদের সংঘবদ্ধ চক্রের সদস্য হাসিনা রওশন জাহান, রাজধানীর শ্যামপুর এলাকার পোস্তগোলা, আইলবহর মৌজা, ৩৯ শতাংশ জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ পাওয়া গেছে।
রাজধানীর শ্যামপুর আইলবহর মৌজার আরএস ৬৪৮ দাগে মোট ৩একর ৩৮২০শতাংশ জমির ক্রয় সূত্রে ও রেকর্ডীয় মালিক ছিলেন বাদশা মিয়া । এবং এসএ ও আরএস রেকর্ড বাদশা মিয়া নামেই। বয়োবৃদ্ধ হওয়ার সুযোগ কাজে লাগিয়ে সম্পত্তি হাতানোর বিভিন্ন কৌশল অবলম্বন করছে ভূমিদস্যুদের সংঘবদ্ধ চক্র প্রধান হযরত আলী । ৩৪৮দাগে মোট ৩একর ৩৮২০ শতাংশ জমির তন্মধ্যে ৩৯ শতাংশ জমি সিটি জরিপ কৌশলে হযরত আলীর নামে নামজারি করে নেয়। ২০১৭ সালে বাদশা মিয়ার ওয়ারিশরা সিটি জরিপ সংশোধন এর মামলা দায়ের করেন যার নাম্বার ২৪১/২০১৭।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
হযরত আলী মারা যাওয়ায় মামলার বিবাদী হন তার স্ত্রী হাসিনা রওশন জাহান । বিগত পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রভাব খাটিয়ে আদালতে প্রভাব বিস্তর করে সময় ক্ষেপন করার অভিয়োগ করেছে বাদশা মিয়ার ওয়ারিশ গন।
২০২০ সালে করোনার লকডাউনের সময় যখন বাসা থেকে বের হওয়া নিষেধ তখন হযরত আলীর স্ত্রী হাসিনা রওশন জাহান তার আওয়ামীলীগ প্রভাব খাটিয়ে ৩৯ শতাংশ জমি কিছু অংশ দখল করে ৮ টি দোকান ঘর নির্মান করে । সিটি জরিপ সংশোধন এর মামলায় সময় চেয়ে দরখাস্ত দিয়ে আট বছর পার করে।।
আরও পড়ুন: ৯ মাস বন্ধ থাকবে সেন্ট মার্টিন, ব্যবসায়ী-শ্রমজীবীদের উদ্বেগ
এখন এই চক্রের হাত থেকে রেহাই পেতে একাধিক মানববন্ধন করে বলে অভিযোগ করেন বাদশা মিয়ার ওয়ারিশগন মো. রাসেল, মো. মিতুন, মো. রতন ও মো. হিরু মিয়ারা। আমরা নিরীহ হওয়ায় আমাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে হাসিনা রওশন জাহান চক্র।
গোয়েন্দা সূত্র জানায় হাসিনা রওশন জাহান চক্র কয়েক কোটি অবৈধ টাকার মালিক। হাসিনা রওশন জাহানের স্বামী হযরত আলী ভুয়াকাগজ পত্র তৈরি করে জালজালিয়াতির মাধ্যমে জমিদখল করা তাদের পেশা ও দৈনন্দিন কর্ম।
আওয়ামী আমলে প্রভাব খাটিয়ে মামলাটি ৮ বছর আটকে রেখেছিল হাসিনা রওশন জাহান চক্র। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৫ সালের সেপ্টেম্বর এর ২৬ তারিখ মামলার রায় বাদশা মিয়ার ওয়ারিশগন মো রাসেল, মো. মিতুন, মো. রতন ও মো. হিরু মিয়াদের পক্ষে আসে।
মো. রাসেল বলেন হাসিনা রওশন জাহান চক্র এখন আবার সক্রিয়, আপিল করে আরো ১০ বছর সময় নষ্ট করার পায়তারা করছে। আমরা এই অন্যায় এর বিচার চাই।
সুত্র আরো জানায়, ফাসিস্ট সরকারের আমলের হাসিনা রওশন জাহান চক্র গড়ে তুলছ ভূমিদস্যু ও জাল-জালিয়াতর বিশাল সিন্ডিকেট। সময় এর ব্যবধানে নিজেই হয়ে উঠেছেন একজন ভুমিদূস্যু ও জাল-জালিয়াত সম্রাট। গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়।
এলাকায় সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত নাম প্রকাশে অনইচ্ছুক ব্যক্তিরা হাসিনা রওশন জাহান চক্র সম্পর্কে বলেন, ভূমিদস্যু দালাল কামরুল অনেকের সঙ্গে প্রতারণা করেছেন, এ খবর আমরা পেয়েছি। তিনি এলাকার নিরক্ষর লোকদের জায়গার দলিলাদি নিয়ে ঘাটাঘাটি করেন। ভূমি কার্যালয়ে দৌড়াদৌড়ি তার কাজ।
এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত হাসিনা রওশন জাহানের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তার মোবাইল ফোনটি সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায় ।





