অপারেশন থিয়েটারে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৫:৪৩ পূর্বাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৩
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি: সংগৃহীত
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭ টায় হৃদযন্ত্রের ব্লক অপসারণের জন্য কিংবদন্তি ফুটবলার ও বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তার ওপেনহার্ট সার্জারি (বাইপাস) করা হবে।

বুকে ব্যথা নিয়ে গত ১৬ ডিসেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে কয়েকটি ব্লক ধরা পরে। চিকিৎসক অপারেশনের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা

তবে কাজী সালাউদ্দিনের শরীর অপারেশনের উপযুক্ত করতে অনেকদিন সময় নিয়েছেন তারা। সুগার, রক্তচাপ, কাশি ছিল কাজী সালাউদ্দিনের। সবকিছু নিয়ন্ত্রণে আনতে ডাক্তাররা অপেক্ষায় ছিলেন।

বিদেশে নিয়ে কাজী সালাউদ্দিনের চিকিৎসা করানোর পরিকল্পনাও করেছিল তার পরিবার। তবে স্থানীয় চিকিৎসকদের আশ্বাসে ঢাকাতেই অপারেশনে সম্মতি দেয় সালাউদ্দিনের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক