আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:০০ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান এবার প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ (আইএলটি-২০) এ। ইংলিশ পেসার লুক উডের পরিবর্তে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি দল দুবাই ক্যাপিটালস।

মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে দুবাই ক্যাপিটালস কর্তৃপক্ষ। চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের এটি হবে চতুর্থ আসর।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএলটি-২০ এর নিলাম। তবে তার আগেই লুক উডের বদলি হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়াল ক্যাপিটালস।

এই নিয়ে বিশ্বের পঞ্চম ভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ। এর আগে তিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। এছাড়া পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে সাসেক্সের হয়ে মাঠে নেমেছেন তিনি।

আরও পড়ুন: দোহায় বসুন্ধরা কিংসের হয়ে সম্ভাব্য অভিষেক কিউবা মিচেলের

এবারের আইএলটি-২০ আসর অন্যান্য বছরের তুলনায় কিছুটা আগেভাগেই শুরু হচ্ছে। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হলেও, চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ২ ডিসেম্বর, আর ফাইনাল হবে ২০২৬ সালের ৪ জানুয়ারি।