টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অভিষেক হচ্ছে শেষ মুহূর্তে দলে ঢোকা জাকের আলী অনিকের। আলিস আল ইসলামের চোটে কপাল খুলেছিল এই ব্যাটারের। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়েও এবার বেশ নজর কেড়েছেন জাকের।
লম্বা সময় দলের বাইরে থাকার পর কুড়ি ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে মাহমুদ উল্লাহ রিয়াদের। এই সংস্করণে মাহমুদ সর্বশেষ খেলেছিলেন গত অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে এশিয়া কাপে। সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। এ ছাড়া সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সবাই আছেন একাদশে।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
অন্যদিকে নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়া মাঠে নামছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন তিনি। তাঁর জায়গায় লঙ্কানদের নেতৃত্ব দেবেন চারিথ আশালাঙ্কা।
বাংলাদেশ একাদশ
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ
আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, আকিলা ধনঞ্জয়া, মহেশ থিকসানা, ভিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।