বিসিবি সভাপতির পদ থেকে অপসারণ, আদালতে ফারুকের রিট

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ন, ০১ জুন ২০২৫ | আপডেট: ৮:০৫ পূর্বাহ্ন, ১২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য অপসারিত সভাপতি ফারুক আহমেদ তার পদচ্যুতি নিয়ে আইনি লড়াইয়ে গেছেন। একইসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক নতুন বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্তকেও হাইকোর্টে রিট করেছেন তিনি।

রোববার (১ জুন) আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথমত জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে ফারুকের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। দ্বিতীয়টি, তাঁকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দিয়ে নতুন সভাপতি নিয়োগের বিষয়টিও চ্যালেঞ্জ করা হয়েছে।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

আগামীকাল রিটের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন রুহুল কুদ্দুস।

গতকাল অবশ্য দ্রুততম সময়ের ভেতর ফারুককে অপসারণ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সদ্য সাবেক সভাপতিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার আলোচিত বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, তার সঙ্গে যে আলাপ হয়েছিল সেখানে আত্মপক্ষ সমর্থনের মতো কিছু বলেননি ফারুক। সেই আলাপে নানা অভিযোগের ভিত্তিতে ফারুককে সরে দাঁড়ানোর পরামর্শ দেন আসিফ মাহমুদ।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

আসিফ মাহমুদ আরো জানান, বোর্ড সভাপতি হিসেবে পারফরম্যান্সের উন্নতি না থাকায় নতুন কিছু ভাবতে বাধ্য হয়েছেন তাঁরা। তিনি বলেন, ‘এটা (ফারুক আহমেদের অপসারণ) কোনো শাস্তি বা এ রকম কিছু না।

বিগত ৯ মাসে বিসিবিতে নতুন নেতৃত্ব আসার পর ক্রিকেটে যে প্রত্যাশা ছিল, সেই অনুযায়ী ক্রিকেটের উন্নয়ন আমরা দেখিনি। আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, বিপিএল থেকে শুরু করে, সর্বোপরি বাংলাদেশের ক্রিকেটের অবস্থা ভালো নয়। আমাদেরকে তো বিচার করতে হবে পারফরম্যান্স দিয়ে। সেই পারফরম্যান্সটা আসলে আশানুরূপ না।’