‘নেইমারের হাতে এখনো সময় আছে’— বার্তা দিলেন কোচ আনচেলত্তি

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ন, ৩০ জুন ২০২৫ | আপডেট: ৩:৩৬ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই উত্তর আমেরিকার ৩ দেশ কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে সব দলগুলো।

রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে জুনের শুরুতে আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়েই সবচেয়ে আলোচিত প্রশ্নটি নিয়ে কথা বলেছেন—৩২ বছর বয়সী নেইমারের ভবিষ্যৎ। ২০২৩ সালের অক্টোবর মাসে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকেই জাতীয় দলের বাইরে তিনি। ২০২৫ সালে নিজের পুরনো ক্লাব সান্তোসে ফিরলেও চোটের কারণে মাঠে ফিরতে পারেননি নিয়মিতভাবে। মার্চ ও জুন মাসের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতেও ছিলেন না নেইমার।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে ছন্নছাড়া  সেলেসাওরা। অভিজ্ঞ নেতৃত্বের অভাবও চোখে পড়ছে। ঠিক এই সময়েই আনচেলত্তির নেইমারের প্রতি আস্থা জানান দিচ্ছে, পুরোপুরি সুস্থ থাকলে এখনও দলে তার প্রভাব কতটা গুরুত্বপূর্ণ।

 এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। সে আমাদের জাতীয় দলের জন্য, বিশেষ করে বিশ্বকাপের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর সেটা করার জন্য তার হাতে সময় আছে। আমি তাকে বলেছি, যেন ঠিকভাবে নিজেকে তৈরি করে। আমাদের পরিকল্পনায় সে আছে, আমরা চাই সে ব্রাজিল দলের জন্য আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠুক। ’

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

সবকিছু ঠিকঠাক থাকলে নেইমার আগামী সেপ্টেম্বরেই আবার ব্রাজিলের হয়ে মাঠে ফিরতে পারেন। ৯ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির বিপক্ষে এবং ১৪ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে ম্যাচ রয়েছে ব্রাজিলের। প্রায় দুই বছর পর ওই দুই ম্যাচে দেখা যেতে পারে নেইমার জুনিয়রকে।