অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল

ভারতকে ১৯১ রানে হারিয়ে শিরোপা জিতলো পাকিস্তান

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪২ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান, তবে ফাইনালে তাদের কাছে ভারতের কোনো প্রতিরোধ কাজ করেনি।

রোববার (২১ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। পাকিস্তানের ওপেনার সামির মিনহাস মাত্র ৭১ বলে সেঞ্চুরি করেন। তার ব্যাটিং তাণ্ডবের মাধ্যমে পাকিস্তান ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করে। মিনহাস ১৭ চারের সঙ্গে ৯ ছক্কায় ১১৩ রান করেন। এছাড়া আহমেদ হুসেন ৭২ বলে ৫৬ রান করেন। ভারতের পক্ষে দীপেন দেবেন্দ্রন নেন ৩টি উইকেট।

আরও পড়ুন: বার্নাব্যুতে ঘুরে দাঁড়াল রিয়াল, এমবাপে ছুঁলেন রোনালদোর ঐতিহাসিক রেকর্ড

৩৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত আগ্রাসী শুরু করলেও পাকিস্তানের বোলারদের দাপটে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলের ৬৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ভারত চরম অবস্থায় পৌঁছায়। ওপেনার সূর্যবংশী বৈভব ১০ বলে ২৬ রান করেন। এছাড়া আয়ুশ ৭, অ্যারন জর্জ ১৬, ভিহান মালহোত্রা ৭ ও ভেদাত ত্রিভেদী ৯ রান করে সাজঘরে ফিরে যান।

দীপেন দেবেন্দ্রন কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন, ১৬ বলে ৩৬ রান করে দলীয় সংগ্রহকে ১৫৬ রানে অলআউট করেন। পাকিস্তানের পক্ষে আলী রাজা নেন ৪টি উইকেট।

আরও পড়ুন: টাইব্রেকারে ৪ গোল ঠেকিয়ে হাত ভাঙল পিএসজি গোলরক্ষকের

ফলাফল: পাকিস্তান ৩৪৭/৮ – ভারত ১৫৬ – পাকিস্তান জিতলো ১৯১ রানে।