জামায়াতের সঙ্গে জোটে গিয়ে এনসিপি নিজেই ক্ষতি ডেকে আনছে: এনসিপি নেতা

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০১ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 জামায়াতের সঙ্গে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) জোটে যাওয়া এবং এককভাবে নির্বাচনে অংশ না নেওয়ায় এনসিপির ক্ষতি নিজেই ডেকে আনছে বলে আব্দুলাহ আল ফয়সাল নামে এনসিপির এক কেন্দ্রীয় নেতা এমন মন্তব্য করেন। 

বুধবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় তিনি ব্যক্তিগত ফেসবুক আইডি এসব মন্তব্য পোস্ট করেন।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

আব্দুল আল ফয়সাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক। তার এই মন্তব্য মুহুর্তের মধ্যে ভাইরাল হলে নেটিজেনরা নানা ধরনের কমেন্টস করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তার মন্তব্যটি হুবহু তুলে ধরা হলো , জামায়াতের সঙ্গে জোটে যাওয়া এবং এককভাবে নির্বাচনে অংশ না নেওয়ার মাধ্যমে এনসিপি যে রাজনৈতিক ক্ষতি নিজেই ডেকে আনছে, তা ভবিষ্যতে ইতিহাসে লিপিবদ্ধ হবে and vice versa।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

উল্লেখ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় এই নেতা ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে শাপলা কলি প্রতীককে নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী মাঠে নিজ আসনে তিনি ব্যাপক প্রচার-প্রচারণা চালান। কিন্তু নিজ দল (এনসিপি) জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটবদ্ধ হওয়ায় কপাল পুড়ে তার। জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগি হওয়ায় দলের সিদ্ধান্তে নরসিংদী-১ (সদর) আসনটি ছাড়তে হয় তার।