নির্বাচনে অপতথ্য রোধে ইসির সঙ্গে কাজ করবে টিকটক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য বা যেকোনো ধরনের ম্যানিপুলেশন ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করবে। এমনটাই জানিয়েছেন টিকটকের সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম।
বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে টিকটকের প্রতিনিধি দলের বৈঠকের পরে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা নিয়ে ইউটিউবের সতর্কবার্তা, শিশুদের ঝুঁকি বাড়বে
ফেরদৌস মুত্তাকিম বলেন, "আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা—যে টিকটক কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করতে দেবে না।"
তিনি আরও বলেন, প্ল্যাটফর্মে যেকোনো ধরনের অপব্যবহার রোধে টিকটকের বহুজাতিক বিশেষজ্ঞ দল ইতোমধ্যেই বাড়তি নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে। বৈঠকে তারা তাদের বিদ্যমান সেফটি মেকানিজম, অপতথ্য দমন নীতিমালা এবং ইসির সঙ্গে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতার পরিকল্পনা তুলে ধরেছেন।
আরও পড়ুন: ঢাবিতে এআই ও আধুনিক শিক্ষণ কৌশল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
টিকটকের কনটেন্ট ইন্টিগ্রিটি রক্ষার নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে জানানো হয়, ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি ৬৩ লাখ ভিডিও অপসারণ করা হয়েছে।
টিকটক প্রতিনিধি দল আরও উল্লেখ করেন, নির্বাচনকে ঘিরে অনলাইন পরিবেশ নিরাপদ রাখতে ইসি, মিডিয়া ও প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং টিকটকের নয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।





