অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণের শীর্ষে আক্রা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৫:৪১ পূর্বাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেশ কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বে দিন দিন বেড়েই চলছে বায়ুদূষণের মাত্রা। অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঢাকার বায়ুদূষণও। শহরটির বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৭৫ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। তালিকায় ৩১৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঘানার আক্রা শহর।

আরও পড়ুন: জেনে নিন ঘূর্ণিঝড় এরিনের সর্বশেষ অবস্থান

এ ছাড়া ২০২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই শহর। ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের সাংহাই। চতুর্থ স্থানে পাকিস্তানের করাচি রয়েছে, যার স্কোর ১৯৩। আর পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের আরেক শহর লাহোর, যার রয়েছে স্কোর ১৮২।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

আরও পড়ুন: আগামী ৭২ ঘণ্টায় দেশের ২০টি জেলা বন্যার কবলে পড়তে পারে

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।