তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর
ঢাকা ও আশপাশের এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
আরও পড়ুন: ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। পাশাপাশি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে।
আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে। আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪১ মিনিটে।
আরও পড়ুন: উত্তরাঞ্চলে শীতের দাপট অব্যাহত, ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির আভাস
আবহাওয়ার আরেক পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে পরবর্তী ৩–৪ ঘণ্টা দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও তার চেয়েও কম হতে পারে।
এ সময় সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোনো ধরনের সতর্ক সংকেত দেখাতে হবে না বলে জানানো হয়েছে।





