নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে: তারেক রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩০ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলছে—কীভাবে আসন্ন নির্বাচনকে ক্ষতিগ্রস্ত ও বানচাল করা যায়।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিগত ১৬ বছরে আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি—নিশিরাতের নির্বাচন, গায়েব নির্বাচন। দেশের মানুষ তখন ভোট দিতে পারেনি। যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারা চলে গেছে। এখন আবার আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে—কীভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কীভাবে বাধাগ্রস্ত করা যায়।”

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

আসন্ন নির্বাচনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”

এর আগে সারাদেশে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখানে পৌঁছে তিনি সুফি সাধক শাহ মখদুম (র.)-এর মাজার জিয়ারত করেন।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

সকাল সাড়ে ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ে ১২টার মধ্যেই মাদরাসা মাঠ কানায় কানায় ভরে যায়। রাজশাহী মহানগরের বিভিন্ন ওয়ার্ডসহ আশপাশের এলাকা থেকে নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে জনসভায় অংশ নেন।

রাজশাহীর জনসভা শেষে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। পথে বিকেলে নওগাঁর এটিম মাঠে একটি নির্বাচনি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। এরপর সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।