নতুন বউকে হেলিকপ্টারে বাড়ি নিয়ে এলেন ট্রাক্টর চালক

Sadek Ali
হৃদয় রায় সজীব, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ন, ০৫ জুলাই ২০২৫ | আপডেট: ৪:০৯ পূর্বাহ্ন, ০৫ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় ব্যতিক্রমধর্মী আয়োজনে হেলিকপ্টারে করে নতুন বউকে বাড়িতে নিয়ে এলেন এক ট্রাক্টর চালক। এতে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে ফতেপুর ছত্রকোনা গ্রামের রিমা আক্তারের সঙ্গে বিয়ে সম্পন্ন করেন মদন উপজেলার নায়েকপুর পূর্বপাড়ার বাসিন্দা মোহাম্মদ মাসুম খান। জুম্মার নামাজের পর বর মাসুম হেলিকপ্টারে করে নিজ গ্রাম থেকে রওনা দিয়ে ছত্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

সেখান থেকে কনের বাড়িতে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। পরে বিকেল সাড়ে চারটার দিকে নববধূকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে নিজ বাড়ির পাশের একটি বোরো জমিতে অবতরণ করেন মাসুম। ব্যতিক্রমধর্মী এ বিয়ের দৃশ্য দেখতে স্থানীয়রা ভিড় করেন এবং মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

বর মাসুম খান বলেন, আমি একজন ট্রাক্টর চালক। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, বিয়ের পর বউকে হেলিকপ্টারে করে বাড়ি নিয়ে আসব। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। তিনি জানান, হেলিকপ্টার ভাড়া করতে ব্যয় হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা।

আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার

বরের বাবা মো. মতিউর রহমান খান বলেন, ছেলের ইচ্ছার কথা শুনে আমরা সম্মতি দিয়েছি। আজকের দিনটি আমাদের পরিবারের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

এ বিষয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি বলেন, “আমাদের এলাকায় এই প্রথম হেলিকপ্টারে বরযাত্রী এসেছে। সাধারণ মানুষ এমন আয়োজন উপভোগ করেছে।”

স্থানীয় বাসিন্দারাও এমন আয়োজনকে অভিনব ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।