ওসমানী বিমানবন্দরে জেট ব্রিজের চাকা ফেটে যুবক নিহত

Sanchoy Biswas
সিলেট ব্যুরো
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৫ | আপডেট: ২:৩২ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ব্রিজের (বিমানে উঠার সিড়ি) চাকা মেরামতের সময় চাকা ফেটে রোমান আহমেদ (২৪) নামের একজন টেকনেশিয়ান নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

নিহত রোমান আহমদের বাড়ি নগরীর বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকায়। 

তিনি টেকনিশিয়ান হিসেবে সানরাইজ কোম্পানির তত্ত্বাবধানে আউট সোর্সিংয়ে ওসমানী বিমানবন্দরে কাজ করতেন বলেন জানা গেছে।

আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন যখন চাকা খুলে নিচ্ছিল, শেষ দিকে হঠাৎ করে একটি চাকা বিস্ফোরিত হয়। তাতে কর্মরত দুইজন আহত হন।

তাঁদের মধ্যে রুম্মান (২৪) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হলে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বিকেল সাড়ে ৩টার সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। 

তার সাথে আহত অপর টেকনেশিয়ানের নাম এনামুল হক (২৫)। তার বাড়ি বিমানবন্দর থানার মহালদিগ গ্রামে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। 

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, হঠাৎ কোন কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য ঘটনাটি দুঃখজনক।